বিশ্বে ৯ শতাংশ কমল কোভিডে মৃত্যু, আশার কথা শোনাল WHO
ODD বাংলা ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার প্রকাশিত তার সর্বশেষ সাপ্তাহিক বুলেটিন অনুসারে দাবি করেছে গত সপ্তাহে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৯% কমেছে যখন নতুন আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে স্থিতিশীল। UN হেলথ এজেন্সির রিপোর্টে বলা হয়েছে গত সপ্তাহে ১৪ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এর পাশাপাশি নতুন করে কোভিডে আক্রান্তের সংখ্যা প্রায় সাত মিলিয়ন। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় একাধিক দেশে সংক্রমণ বেড়েছে ৩০% যেখানে আফ্রিকায় সংক্রমণ ৪৬ % হ্রাস পেয়েছে। আমেরিকা এবং মধ্যপ্রাচ্যেও নতুন করে আক্রান্তের সংখ্যা কমেছে ২০% মধ্যপ্রাচ্যে নতুন মৃত্যুর সংখ্যা ১৯% বেড়েছে যখন আফ্রিকায় এই সংখ্যা ৭০% এরও বেশি, ইউরোপে ১৫% এবং আমেরিকায় ১০% হ্রাস পেয়েছে মৃত্যুর সংখ্যা।
Post a Comment