যে কারণে এশিয়া কাপ আমীরাতে


 

এশিয়া কাপের ১৫তম আসর শুরু হতে যাচ্ছে এই মাসের শেষে, ইতোমধ্যে সূচি চূড়ান্ত হয়েছে, পাকিস্তান এশিয়া কাপের জন্য দলও ঘোষণা করেছে।


অগাস্টের ২৭ তারিখ থেকে শুরু হবে এশিয়া কাপ চলবে ১১ই সেপ্টেম্বর পর্যন্ত।


এশিয়া কাপের ভেন্যু নিয়ে প্রতি আসরের আগেই একটা দেন দরবার চলে, কখনো পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারত খেলতে যেতে চায়না, আবার কখনো ভারতে হলে পাকিস্তান।


এবারে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়, কিন্তু বিপত্তি হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি।


গণমাধ্যমে ক্রিকেট শ্রীলঙ্কার সচিব মোহন ডি সিলভা বলেছেন, "শ্রীলঙ্কার যে পরিস্থিতি তা এর সাথে সম্পর্কিত সবার মনোপুত হয়নি।"


তিনি বলেছেন, "শুধু অংশগ্রহণকারী দেশই এখানে মুখ্য নয়। পেট্রোলের জন্য লাইন দিয়ে আছে মানুষ এবং আরও যত বিশৃঙ্খলা দেখানো হয়েছে শ্রীলঙ্কায় তা একটা নেতিবাচক প্রভাব ফেলেছে।"


মি. সিলভার মতে, এই ধরনের টুর্নামেন্ট আয়োজনে ব্রডকাস্টার, স্পন্সররাও বড় ভূমিকা রাখেন, তাদের কাছেও নেতিবাচক প্রচারই বেশি ভূমিকা রেখেছে।"


'নেতিবাচক প্রচার' বলতে তিনি বুঝিয়েছেন, শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক দুরবস্থার কথা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.