আজ নারী সমতা দিবস, কেন পালিত হয়ে আসছে এই দিন, জানুন তার ইতিহাস


ODD বাংলা ডেস্ক: প্রতি বছর ২৬ অগস্ট, মার্কিন যুক্তরাষ্ট্রে 'নারী সমতা দিবস' পালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ১৯তম সংবিধান সংশোধনীকে সম্মান জানিয়ে পালন করা হয় এই দিনটি। ১৯তম সংশোধনী অনুযায়ী, লিঙ্গ বৈষম্য দূর করে যেন প্রতিটি নারী ভোট দেওয়ার অধিকার পান সেই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়৷ এই সংশোধনীর মাধ্যমেই প্রথমবার মহিলারা ভোটাধিকার পান ৷ তাই এই দিনটি মহিলাদের সমান অধিকার দিবস হিসেবে পালন করা হয়। 

২০২২ সালের নারী সমতা দিবসের থিম প্রতি বছর এই দিবস পালনের জন্য কোনও না কোনও থিম নির্ধারণ করা হয়। 2022 সালে নারী সমতা দিবসের থিম হল "Celebrating Women's Right To Vote"। গত বছর অর্থাৎ ২০২২ সালে এই দিবসটির থিম ছিল "Women in leadership: Achieving An Equal Future In A Covid-19 World"।


নারী সমতা দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আগেই শুরু হয়েছিল নারীদের ভোটাধিকারের জন্য আন্দোলন। ১৮৩০-এর দশকের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে কেবল ধনী শ্বেতাঙ্গ পুরুষদেরই ভোটের অধিকার ছিল। ১৮৪৮ সালে নিউইয়র্কে Women's Rights Convention-এ প্রথমবার নারী সমতা বা নারী সমানাধিকার নিয়ে প্রতিবাদ হয়েছিল। পরবর্তী সময়ে ১৮৯০-এর দশকে, ন্যাশনাল আমেরিকান ওমেন স্যাফারেজ অ্যাসোসিয়েশন শুরু হয়। এর নেতৃত্বে ছিলেন এলিজাবেথ ক্যাডি স্ট্যানটন। এই দশক শেষ হওয়ার আগে, আইডাহো এবং ইউটা মহিলাদের ভোট দেওয়ার অধিকার মিলেছিল।

নারী সমতা দিবসের ইতিহাস মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আগেই শুরু হয়েছিল নারীদের ভোটাধিকারের জন্য আন্দোলন। ১৮৩০-এর দশকের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে কেবল ধনী শ্বেতাঙ্গ পুরুষদেরই ভোটের অধিকার ছিল। ১৮৪৮ সালে নিউইয়র্কে Women's Rights Convention-এ প্রথমবার নারী সমতা বা নারী সমানাধিকার নিয়ে প্রতিবাদ হয়েছিল। পরবর্তী সময়ে ১৮৯০-এর দশকে, ন্যাশনাল আমেরিকান ওমেন স্যাফারেজ অ্যাসোসিয়েশন শুরু হয়। এর নেতৃত্বে ছিলেন এলিজাবেথ ক্যাডি স্ট্যানটন। এই দশক শেষ হওয়ার আগে, আইডাহো এবং ইউটা মহিলাদের ভোট দেওয়ার অধিকার মিলেছিল। ১৯১০ সালে অন্যান্য পশ্চিমী রাজ্যগুলি মহিলাদের ভোট দেওয়ার অধিকার দিতে শুরু করে। তবে বেশ কয়েকটি পূর্ব এবং দক্ষিণী রাজ্যে মহিলাদের ভোটারাধিকারে স্বীকৃতি মেলেনি। 

এর পর, ১৯২০ সালের ২৬ অগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে ১৯তম সংশোধনী গৃহীত হয়, যেখানে মহিলাদের ভোট দেওয়ার অধিকার পান। এর পর ১৯৭১ সালে মার্কিন পার্লামেন্ট প্রতি বছর ২৬ অগস্ট 'নারী সমতা দিবস' হিসেবে পালন করার ঘোষণা করে। ১৯৭৩ সালে আমেরিকান কংগ্রেস এবং আমেরিকার ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন আনুষ্ঠানিকভাবে ২৬ অগস্ট দিনটিকে 'নারী সমতা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। আমেরিকায় এই দিবস উদযাপন শুরু হয়। এর পর থেকে প্রতি বছর বিশ্বজুড়ে নারী সমতা দিবস পালিত হয়ে আসছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.