গ্রামের ছেলের অসাধ্য সাধন! সাইকেলেই কেদারনাথ পাড়ি দিল যুবক


ODD বাংলা ডেস্ক: কেদারনাথ যাওয়ার শখ ছিল ছোট থেকে। কিন্তু আর্থিক প্রতিকূলতার জন্য যাওয়া হচ্ছিল না। সহায় হয়ে দাঁড়িয়েছে স্কুল থেকে রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে পাওয়া বাই-সাইকেল। স্কুলের গণ্ডি পেরিয়ে সেই বাই-সাইকেলে চেপেই কেদারনাথ যাত্রা করলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির যুবক বিক্রম রায়। কেদারনাথ বাই-সাইকেলে চেপেই শনিবার ময়নাগুড়ি থেকে ১৭০০ কিলোমিটার দূরে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন বিক্রম।ময়নাগুড়ির ধর্মপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুরুদেবপুর গ্রামের মালি পাড়ার ছেলে বিক্রম। তাঁর বাবা প্রকাশ রায় পেশায় কলমিস্ত্রী এবং মা বুলবুলি রায় গৃহবধূ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.