নিজের থেকে কম বয়সী ছেলের প্রেমে পড়েন এই রাশির মেয়েরা, দেখে নিন তালিকা
ODD বাংলা ডেস্ক: আজ রইল পাঁচ রাশির কথা। এই পাঁচ রাশির মেয়েরা কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হন। দেখে নিন তালিকায় কে কে আছে। আপনার পরিচিত কেউ রয়েছে কি না এই তালিকায়।
প্রেমের সম্পর্ক নিয়ে সকলের আলাদা আলাদা মত। সকলের পছন্দ আলাদা। কারও পছন্দ শান্ত স্বভাবের মানুষ তো কারও পছন্দ দুষ্টি-মিষ্টি স্বভাবের মানুষ। তেমনই কেউ পছন্দ করেন লম্বা পুরুষ। কারও কাছে চেহারার থেকে গায়ের রং বেশি গুরুত্ব পায়। আবার কেউ ম্যাচিওর মানুষ পছন্দ তো কারও উল্টো। তেমনই কেউ বড় বয়সের ছেলের প্রতি আকৃষ্ট হন, তো কেউ উল্টো। আজ রইল পাঁচ রাশির কথা। এই পাঁচ রাশির মেয়েরা কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হন। দেখে নিন তালিকায় কে কে আছে। আপনার পরিচিত কেউ রয়েছে কি না এই তালিকায়।
কর্কট রাশি
রাশি চক্রের চতুর্থ রাশি হল কর্কট। এদের অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এরা কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। এরা পার্টনারের প্রতি যত্নশীল হন। তবে, এরা ছোট ছেলের সঙ্গে সম্পর্কে খুশি হন।
মেষ রাশি
রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরা তেজস্বী, স্পষ্টবক্তা ও নির্ভীক স্বভাবের হয়ে থাকেন। এরা কম বয়সী পুরুষের প্রতি আকৃষ্ট হন। নিজের থেকে বয়সে ছোট ছেলেদের প্রেমে পড়েন এই রাশির মেয়েরা। দেখে নিন আপনার পরিচিত কেউ আছে নাকি এই তালিকায়।
বৃষ রাশি
রাশির দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল শুক্র। এই রাশির মেয়েরা সম্পর্কের ব্যাপারে খুবই যত্নশীল হন। এরা নিজের থেকে কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। এরা সম্পর্কে জড়ানোর জন্য ছোট ছেলে খোঁজেন।
মিথুন রাশি
রাশি চক্রের তৃতীয় রাশি হল মিথুন। এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরা উদ্যমী বালক, চঞ্চলমতি গ্রহ হয়ে থাকে। এরা বিশ্বাস করেন যে বয়স যাই হোক, মনের বয়সই আসল। সে কারণে মিথুন রাশির ছেলে মেয়েরা কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হন।
বৃশ্চিক রাশি
আবেগ প্রবণ স্বভাবের হন এরা। এরা তাঁদের বয়সের চেয়ে বড় পুরুষের প্রতি আগ্রহ পান না। এরা বরং, কম বয়সী ছেলের প্রতি আকৃষ্ট হন। রাশি চক্রের অষ্টম রাশি হল বৃশ্চিক। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এই রাশির ছেলে মেয়েরা তেজী, নির্ভীক ও একগুঁয়ে স্বভাবের মানুষ হন। এরা কম বয়সী পুরুষের প্রতি আকর্ষণ অনুভব করে থাকেন।
Post a Comment