শরীরে ১১ হাজার ছিদ্র করে বিশ্ব রেকর্ডে নারী!
ODD বাংলা ডেস্ক: মানুষ নিজেকে নতুন রূপে, নতুন রঙে সাজিয়ে তুলতে বরাবরই পছন্দ করে। নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে জানান দিতে একটা মৃদু প্রতিযোগিতাও অনেকের মধ্যে কাজ করে। তবে নিজেকে অনন্যা করে গড়ে তুলতে চেহারাই পাল্টে ফেললেন এক নারী। শরীরে অসংখ্য ছিদ্র করে নিজের সৌন্দর্য বৃদ্ধি করতে চেয়েছেন তিনি। সাধারণ মানুষের পক্ষে যা করা একেবরেই সহজে নয়।
ব্রাজিলিয়ান নাগরিক ইলাইন ডেভিডসন শরীরে সর্বোচ্চসংখ্যক পিয়ার্সিং করিয়েছেন। এজন্য তিনি রেকর্ডেও দখল করে নিয়েছেন নিজের নামে। ১৯৯৭ সালের জানুয়ারিতে প্রথম শরীরে ছিদ্র করেন ইলাইন। এরপর ৮ জুন ২০০৬ সাল পর্যন্ত মোট ৪ হাজার ২২২ বার নিজের শরীরে ছিদ্র করেছেন এই নারী। এসব ছিদ্রে নানা ধরনের গয়নাও পরে থাকেন তিনি।
শুধু ছিদ্রই নয়, শরীরে অসংখ্যবার ট্যাটুও করেছেন এ নারী। এমনকি জিহ্বার মধ্যেও আছে বড় একটি ছিদ্র। আর এসব কারণেই তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ডে নাম লিখিয়েছেন। তবে থেমে নেই শরীরে ছিদ্র করা। এখনো তা চালিয়ে যাচ্ছেন। ২০১৯ সালের জানুয়ারিতে এই সংখ্যা দাঁড়ায় ১১ হাজার তিনটিতে।
Post a Comment