ফ্লাইওভারে উচ্চস্বরে লাউডস্পিকার বাজিয়ে জন্মদিন উদযাপন, গ্রেপ্তার ২১
ODD বাংলা ডেস্ক: রাজধানী দিল্লির ব্যস্ত ফ্লাইওভারের যান চলাচল আটকে দেওয়া হয়। সেতুর উপরে পরপর গাড়ি দাঁড় করিয়ে, একটি গাড়ির বোনেটে কেক কেটে জন্মদিন উদযাপন চলে। এমন ঘটনায় ২১ জন যুবককে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। গ্রেপ্তার হওয়া ২১ যুবকের অন্যতম বছর একুশের অংশ কোহলি। তাঁর বাড়ি পূর্ব দিল্লির জগৎপুরে। জানা গিয়েছে, মঙ্গলবার ছিল অংশের জন্মদিন। সোমবার মধ্যরাতে বন্ধুরা মিলে অংশের জন্মদিন পালন করেন পূর্ব দিল্লির ওই ফ্লাই ওভারে। ইন্দিরাপুরমের পুলিশের বক্তব্য, অভিযুক্ত যুবকেরা ফ্লাইওভারের উপরে এমন ভাবে একাধিক গাড়ি দাঁড় করায়, যাতে রাস্তাটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে ফ্লাইওভারে যান চলাচল থমকে যায়। এরপর একটি গাড়ির বোনেটে কেক কাটেন অংশ কোহলি। এইসঙ্গে প্রচন্ড জোরে লাউডস্পিকার বাজানোরও অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে।
Post a Comment