ভোট দেওয়ায় মদ খাইয়েছিলেন নেতা! তাতেই মৃত্যু হল ৭ জনের, চাঞ্চল্য উত্তরাখণ্ডে
ODD বাংলা ডেস্ক: উত্তরাখণ্ডে বিষমদ খেয়ে মৃত্যু হল ৭ জনের। ঘটনায় বিস্ফোরক অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত প্রার্থী ওই মদ খাইয়েছিলেন গ্রামবাসীদের। তিনি প্রতিশ্রুতি দেন, তাঁকে ভোট দিলে মদ খাওয়াবেন। গ্রামাবাসীরা তাঁকে ভোট দিলে প্রতিশ্রুতি রাখেন নেতা। তাতেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ৯ জন আধিকারিককে সাসপেন্ড করেছে আবাগারি দপ্তর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হরিদ্বারের ফুলগড় ও শিবগড় নামের দুই গ্রামের। স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে ফুলগড় গ্রামের এক পঞ্চায়েত প্রার্থী গ্রামবাসীদের মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট দেওয়ার বদলে। গ্রামবাসীরা নেতাকে ভোট দিলে নেতা নিজের প্রতিশ্রুতি রাখেন। এরপরই ঢালাও মদ্যপানের ব্যবস্থা করেছিলেন তিনি। যার পরে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
Post a Comment