Mahindra XUV 400 EV আসছে ভারতে, কেন সব গাড়ি থেকে আলাদা এই ইলেকট্রিক গাড়ি


ODD বাংলা ডেস্ক: ভারতে মাহিন্দ্রার প্রথম ইলেকট্রিক গাড়ি Mahindra XUV 400 নিয়ে বহু দিন ধরেই জল্পনা চলছে। দীর্ঘ প্রতীক্ষিত এই বৈদ্যুতিন গাড়ি এবার ভারতের রাস্তায় তার ম্যাজিক দেখাতে প্রস্তুত। ৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দেশে লঞ্চ হতে চলেছে গাড়িটি। জানা গিয়েছে, একবার চার্জে 400 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে Mahindra-র আসন্ন EVটি।আরও জানা গিয়েছে, Mahindra XUV 400 EV-র মোট দুটি ব্যাটারি অপশন থাকবে। এ বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য না মিললেও মনে করা হচ্ছে বেশ বড় ব্যাটারি থাকবে এবং দুটি ব্যাটারি এই ইলেকট্রিক গাড়িটিকে প্রতি বার চার্জে 400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে।একবার অফিসিয়ালি লঞ্চ হয়ে গেলে Mahindra XUV 400 EV সরাসরি টক্কর দিতে পারবে Tata Nexon EV-র সঙ্গে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.