আসছে টানটান উত্তেজনা ও থ্রিলারে ভরপুর টেলিপ্লে ‘গুনেগার’, আসল অপরাধী কে?


ODD বাংলা ডেস্ক: জি থিয়েটার নিয়ে এসেছে এর নতুন টেলিপ্লে ‘গুনেগার’। আকাশ খুরানা পরিচালিত গুনেগার’-এ অভিনয় করেছেন গজরাজ রাও, শ্বেতা বসু প্রসাদ ও সুমিত ব্যাস। এটি একটি রুদ্ধশ্বাস ড্রামা, যা অপরাধ ও সমস্যার সমাধানের ওপর আধারিত।তিন মুখ্য চরিত্রের মধ্যে একজন হলেন সাংবাদিক, একজন পুলিশ ও একজন সাধারণ মানুষ। এই থ্রিলার লঞ্চের ঘোষণায় একটি অসাধাণ পোস্টার রিলিজ করা হয়েছে যা দেখে কৌতুহল জাগবে আপনার মনেও। এই থ্রিলার দেখা যাবে প্রধান সব ডিটিএইচ প্ল্যাটফর্মে যেমন টাটা প্লে, এয়ারটেল টিভি, ডিশ টিভি ও D2h-এ।

জিইইএল-এর স্পেশাল প্রজেক্টের চিফ ক্রিয়েটিভ অফিসার শৈলজা কেজরিওয়াল বলেন, ‘এই টেলিপ্লেতে রয়েছে সাসপেন্স জঁরের ঐতিহ্য। এই কাহিনিতে আকাশ এনেছে হিচককীয় সাসপেন্স যা লিখেছেন অভিজিৎ গুরু এবং চরিত্রগুলি যতই অপরাধ, দোষ ও স্বচ্ছতা উদ্ভাবন করে ততই ছবিতে টেনশন বাড়তে থাকে। ‘গুনেগার’ হল আগাগোড়া একটি বিনোদন। ঝকঝকে ডায়ালগ ও চরিত্রদের মধ্যে মৌখিক বচসায় সমৃদ্ধ এই ছবি দর্শকরা উপভোগ করবেন। গজরাজ রাও, শ্বেতা বসু প্রসাদ ও সুমিত ব্যাসের অসাধারণ অভিনয় এর বাড়তি পাওনা।’

বলিউডের প্রিয় অভিনেতা গজরাজ রাও, যিনি এই প্রথম একটি টেলিপ্লে অ্যাডে কাজ করছেন। তিনি বলেন,, ‘যখন আকাশ এই ভাবনা শেয়ার করেছিল, আমার কাছে কাহিনিটা খুব অন্যরকম মনে হয়েছিল। থিয়েটারের ব্যাকরণের সঙ্গে আকাশের সম্পর্ক রয়েছে এবং ও খুব ভালো করে জানে কীভাবে ছোট পর্দার জন্য থিয়েটার তৈরি করতে হয়, এর যাবতীয় আকর্ষণ বজায় রেখে। আমি দিল্লিতে থাকতে থিয়েটার করতাম, কিন্তু মুম্বাইয়ে আসার পর থেকে আমি সেই সুযোগ পাইনি। এই টেলিপ্লে ঠিক একটা স্টেজ শো-র মতো নয়, কিন্তু এটা টেলিভিশনের জন্য মূল্যবান। এইসঙ্গে আমি বোর্ডে এসেছি, কারণ বহু বছর ধরে, জি থিয়েটার টিম খুব পরিশ্রম করছে টেলিভিশন অডিয়েন্সের জন্য থিয়েটার নিয়ে আসতে। এই সত্যিকারের অনন্য নিরীক্ষার সঙ্গে যুক্ত এটাই হল সঠিক সুযোগ।’
 
তাঁর চরিত্রের জটিলতা সম্পর্কে শ্বেতা বসু প্রসাদ বলেন, ‘এই টেলিপ্লে-তে আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল আমার চরিত্র, প্রতিবাদী নারী। এই চরিত্রে অনেকগুলি স্তর আছে, সে কঠিন, উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিজ্ঞাবদ্ধ। সে ঠিক কে সে বিষয়ে আপনার সিদ্ধান্ত নেওয়া কঠিন। মৃণালিনী ও তার জটিলতা উদ্ভাবন হবে খুবই আগ্রহের ব্যাপার।’

সুমিত ব্যাস যোগ করেছেন, ‘প্রাথমিকভাবে, এবিষয়ে আমি খুব একটা নিশ্চিত ছিলাম না কেননা টেলিপ্লে-তে এই প্রথম কাজ করছি। কিন্তু কাহিনি যত এগিয়েছে, আমি ততই গোটা প্রক্রিয়া উপভোগ করেছি। দর্শকরা পাবে থিয়েটারের সুন্দর মিশ্রণ ও তার পাশাপাশি ক্যামেরার স্বাদ। এই কাহিনি অতি অবশ্যই দর্শকদের আটকে রাখবে।’
 
সত্যিকারের ‘গুনেগার’ বা অপরাধী কে জানতে এই দুর্দান্ত যাত্রা উপভোগ করুন ২৪ সেপ্টেম্বর টাটা প্লে, আর এয়ারটেল স্পটলাইট এবং ডিশটিভি ও D2h রঙ্গমঞ্চে ২৫সেপ্টেম্বর!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.