নেশামুক্তি কেন্দ্রে কিশোরের রহস্যমৃত্যু, থানায় অভিযোগ পরিবারের
ODD বাংলা ডেস্ক: নেশামুক্তি কেন্দ্রে কিশোরের রহস্যমৃত্যু। পিটিয়ে মারার অভিযোগ পরিবারের। এপ্রিল মাস থেকে নেশামুক্তি কেন্দ্রে ছিলেন শ্যাম্নগরের বাসিন্দা প্রীতম সরকার। ওই কেন্দ্রের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়েছে। শ্যামনগর নাথবাগানের বাসিন্দা ১৭ বছরের প্রীতম সরকারকে মানসিক অবসাদের কারণে সোদপুরের এক নেশা মুক্তি কেন্দ্রে কাউন্সিলিং এর জন্য ভর্তি করা হয় এপ্রিল মাসে। নেশা মুক্তি কেন্দ্রের তরফ থেকে পাঁচ মাস কাউন্সিলিং এর কথা জানানো হয়। প্রীতম তার পরিবারকে জানিয়েছিল দুর্গা পুজোতে সে বাড়ি যাবে। শনিবার ওই কেন্দ্রের তরফে বাড়িতে যোগাযোগ করে জানানো হয় প্রীতমের জ্বর এসেছে। তাঁরা বাবা নেশামুক্তি কেন্দ্রে গেলেও তাঁকে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।
Post a Comment