মহিলা সেজে কমেডি করে বাবা, হেনস্থার শিকার সন্তানরা! চোখে জল জনপ্রিয় কমেডিয়ানের
ODD বাংলা ডেস্ক: কমেডির মাধ্যমে বহু মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। তাঁদের আনন্দ দিয়েছে। মন্ত্রমুগ্ধ করেছেন। কিন্তু সেই কমেডির জন্যেই অভিনেতা আলি আসগরের চোখে জল! কৌতুকের খাতিরে মহিলা সাজায় সন্তানদের চূড়ান্ত হেনস্তা শিকার হতে হয়েছে। সেকথা শুনতে শুনতেই কান্নায় ভেঙে পড়েন অভিনেতা। কখনও ‘দাদি’, কখনও ‘বাসন্তী’ হিসেবে দর্শকদের মনোরঞ্জন করেন। কিন্তু এই চরিত্রগুলির জন্যই আলির সন্তানদের হেনস্তার শিকার হতে হয়েছে। শুনতে হয়েছে তীব্র কটাক্ষ। অভিনেতার মেয়ে জানান, বাবা মহিলা চরিত্রে অভিনয় করায় স্কুলে তাঁদের প্রচুর কথা শুনতে হয়। ‘দাদি’র ছেলে, ‘দাদি’র মেয়ে এমন কথা লিখে দেওয়া হয়। নানা বিদ্রূপ, কটাক্ষ সহ্য করতে হয়। সন্তানদের এই দুরবস্থার কথা শুনেই কেঁদে ফেলেন আলি।
Post a Comment