কল সেন্টারে চাকরি থেকে কোটি কোটি টাকার মালিক, আমির খানের সব তথ্য ইডির হাতে!
ODD বাংলা ডেস্ক: ইডি মেটিয়াব্রুজের আমির খানের সম্পর্কে বেশ কিছু নয়া তথ্য পেয়েছে। আমির খানের বাড়িতে কোটি কোটি টাকা এল কী করে? ইডি সূত্রে খবর, আমির কল সেন্টারে থাকাকালীন অ্যাপস তৈরি করেছিল।আমির আগে চাকরি করত কল সেন্টারে। আমির টেক স্যাভি ছিল। তখনই অ্যাপস তৈরির আইডিয়া মাথায় আসে তার। কল সেন্টারে কাজ করার পর নিজের কল সেন্টার খোলে সে।কল সেন্টারের পাশাপাশি ২০১৯ সালে গেম অ্যাপস চালু করে। ইডির নজর এবার ফেডারল ব্যাংকের রাজারহাট শাখার অ্যাকাউন্টে। তবে এই অ্যাকাউন্ট ছাড়াও আরও কোথায় কোথায় অ্যাপস গেমের টাকা জমা হত, সেই তথ্য জানতে চায় ইডি।
Post a Comment