ভুলেও চটাবেন না এই ৫ রাশিকে, এরা খেপলে খতরনাক!

 


ODD বাংলা ডেস্ক: জ্যোতিষ মতে প্রতিটি ব্যক্তির জন্মের সময় যে গ্রহ নক্ষত্র থাকে এবং তার ভিত্তিতে যে রাশি নির্ণয় করা হয়, তা ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে। জ্যোতিষ মতে প্রতিটি রাশির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। কোনও কোনও গ্রহ, নক্ষত্র রাশির প্রভাবে জাতক খুব বেশি রেগে যান। এমন পরিস্থিতিতে তাঁদের কখনও বিরক্ত করা বা উক্ত্যক্ত করা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ পাওয়া যায়, যার জাতকরা সহজে মেজাজ হারিয়ে ফেলেন, তখন অযথা রাগারাগি, দাপাদাপি করে বেড়ান। এঁদের সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকাই শ্রেয়। কারণ আপনি জানেন না যে কখন এই রাশির জাতকরা রেগে আগুন হয়ে যাবেন। জ্যোতিষ অনুযায়ী কোন কোন রাশির জাতকরে রাগানো থেকে বিরত থাকতে হবে জেনে নিন।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল- স্মার্টওয়াচ, হেডফোন, ল্যাপটপ এবং অ্যাকসেসরিজ কিনুন সবচেয়ে সস্তায়

​মেষ রাশি 

জ্যোতিষ মতে মেষ রাশির জাতকরা আধিপত্য বিস্তারকারী ও দৃঢ়চেতা মানুষ। এঁরা আগে-পড়ে কিছু না-ভেবেই যে কোনও কাজ করে ফেলেন। এঁদের সমস্ত চিন্তাভাবনাই তাঁদের মতোই উত্তেজনায় পূর্ণ। চট করে রেগে যান এই রাশির জাতকরা। রেগে যেতে দেরি হয় না এঁদের। আপনার কোনও ছোটখাটো বা তাৎপর্যহীন কথায় এই রাশির জাতকরা উপেক্ষিত অনুভব করতে পারেন। তার পরই রেগে যান এই রাশির জাতকরা।


​তুলা রাশি 

অন্যায্য বা অনৈতিক কোনও কাজ দেখে এঁরা রেগে যান। আপনার হয়তো এঁদের দেখে মনেই হবে না যে তুলা রাশির জাতকরাও রেগে যেতে পারেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এঁদের রাগও সীমা ছাড়িয়ে যায়। আসলে তুলা রাশির জাতকরা নিজের চেয়ে বেশি নিজের আত্মীয়স্বজন, ঘনিষ্ঠদের গুরুত্ব দেন, তাঁদের সুখে রাখতে চান। কিন্তু যখনই আত্মীয় বা ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তুলা রাশির জাতকরা আঘাত পান, তখন এঁরা নিজের রাগ ধরে রাখতে পারেন না।


​কন্যা রাশি 

যতক্ষণ না সহ্য ক্ষমতা হারাচ্ছেন, ততক্ষণ কন্যা রাশির জাতকরা কোনও পদক্ষেপ করবেন না। কিন্তু ততক্ষণ এঁদের মনের মধ্যে রাগের আগুন জ্বলে যায়। এঁরা নিজের শব্দবাণের শক্তিতে যে কোনও ব্যক্তিকে মাথা নত করতে বাধ্য করতে পারেন। আবার জ্যোতিষ মতে কন্যা জাতকরা ন্যায় করলে গভীর রহস্য এবং ক্ষতও বেরিয়ে আসে। কন্যা রাশির জাতকরা যদি এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা করেন, যাঁদের নিজস্ব কোনও ভবিষ্যৎ পরিকল্পনা বা মতামত নেই, তা হলে তাঁরা সহজে হতাশ হয়ে পড়তে পারেন। এমনকি সেই ব্যক্তির ওপর মাত্রাতিরিক্ত রেগেও যেতে পারেন।


​সিংহ রাশি 

রেগে গেলে সিংহ রাশির জাতকরা আপনার ওপর খুব বেশি চেঁচাবেন, আপনাকে ছোট করার চেষ্টা করবেন এবং এমন অনেক কথা বলবেন যা আপনাকে রাগিয়েও দিতে পারে। এখানেই শেষ নয়। দীর্ঘসময় ধরে নিজের রাগ প্রকাশ করে যাবেন এঁরা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছবে যে আপনার মনে হবে সিংহ জাতকরা অতিরিক্ত নাটক করছেন। কিন্তু ভুলেও তাঁদের উপেক্ষা করবেন না। কারণ যে কোনও ধরনের উপেক্ষাই তাঁরা সহ্য করতে পারেন না এবং ফলে আগের চেয়েও বেশি রেগে যাবেন।


​বৃশ্চিক রাশি 

এই রাশির জাতকরাও অত্যন্ত রাগী ও গরম মাথার মানুষ। কী চাই এবং কী ভাবে চাই তা এঁদের ভালো ভাবে জানা। কিন্তু কোনও কারণে যদি পান থেকে চুন খসে যায় তা হলে এঁরা রাগে ফেঁটে পড়়েন। জ্যোতিষ মতে এই রাশির জাতকরা খুব তাড়াতাড়ি রেগে যান না। কিন্তু আপনি যদি এঁদের রাগের মুখে ঠেলে দেন, তা হলে তাঁদের রোষানলের আগুনে দগ্ধ হওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এঁদের রাগ সমস্ত সীমা ছাড়িয়ে যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.