সুভাষ-মূর্তির উদ্বোধনে থাকছেন না কন্যা অনিতা!
ODD বাংলা ডেস্ক: রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত ‘কর্তব্য পথ’-এর উদ্বোধন করে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডিয়া গেটে সুভাষচন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করবেন। সেই অনুষ্ঠানে তিনি থাকছেন না বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সুভাষ-কন্যা অনিতা বসু পাফ। গত ২৩ জানুয়ারি, সুভাষচন্দ্রের জন্মজয়ন্তীতে ইন্ডিয়া গেটে তাঁর হলোগ্রাম-মূর্তি ফুটে উঠেছিল। ১৫ অগস্ট, স্বাধীনতা দিবসে একই জায়গায় পাথরের মূর্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। কিন্তু শেষ পর্যন্ত হয়নি সেটা। সাক্ষাৎকারে অনিতার বক্তব্য, ১৫ অগস্ট উদ্বোধন উপলক্ষে তাঁকে আগাম আমন্ত্রণ করা হলেও পরে অনুষ্ঠান বাতিলের কথা আর জানানো হয়নি। অনিতা বলেন, আগের বারের অভিজ্ঞতার জন্য এ বারও অনিশ্চয়তায় ছিলাম। আর আজ অবধি কোনও অনুষ্ঠানসূচি দেখলাম না— অবশ্য কিছু না-ও হতে পারে। আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী খুব অল্প ক্ষণের জন্য উপস্থিত হবেন আর অনেকটা দূর থেকে তাঁকে শুধু দেখতে পাব। শতখানেক দর্শকের মধ্যে আমার বসে থাকা বা না-থাকাটা কেউ ধর্তব্যেও আনবেন না।’’
Post a Comment