আসানসোল সংশধোনাগারে অনুব্রতকে ফের জেরা সিবিআইয়ের, বুধবার সশরীরেই হাজিরা আদালতে
ODD বাংলা ডেস্ক: ১৪ দিনের জেল হেফাজত শেষে বুধবার অনুব্রত মণ্ডলকে তোলা হবে আসানসোলে বিশেষ সিবিআই আদালতে। ভারচুয়াল শুনানির যে আবেদন করা হয়েছিল সংশোধানাগারের তরফে, সিবিআই আদালতের বিচারক তা খারিজ করে দিয়েছেন। ফলে বুধবার আসানসোল সিবিআই আদালতে সশরীরেই হাজিরা দিতে হবে অনুব্রতকে। তার আগে মঙ্গলবার আসানসোলের বিশেষ সংশোধনাগারে আসেন গরুপাচারের তদন্তকারী সিবিআই অফিসাররা। আসানসোল সংশোধনাগারে সায়গল হোসেন এবং অনুব্রত মণ্ডলকে জিজ্ঞেসাবাদ করতে আসেন তাঁরা। সিবিআই প্রতিনিধির এক সদস্য প্রথমে সায়গল ও তারপরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এর আগে ৬ দিন জেল হেফাজতের মাথায় অনুব্রতকে সংশোধনাগারে জেরা করা হয়েছিল। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছিল অনুব্রত ও তার দেহরক্ষীর বিরুদ্ধে।
Post a Comment