নেই তথ্যপ্রমাণ, বেকসুর খালাস অনুব্রত মণ্ডল!


ODD বাংলা ডেস্ক: বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। মঙ্গলকোট মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলা। ভোট পরবর্তী সেই অশান্তি মামলাতেই বেকসুর খালাস অনুব্রত মণ্ডল। আর বেকসুর খালাস পাওয়ার পরই অনুব্রত মণ্ডল বললেন, 'সত্যের জয়। আগে আগে দেখতে যাও...' প্রসঙ্গত, ৫ মার্চ ২০১০ সালের মঙ্গলকোট মামলায় মোট অভিযুক্ত ১৫ জন। তারমধ্যে একজনের আগেই মৃত্য়ু হয়েছে। বাকি ১৪ জনকেই এদিন বেকসুর খালাস দিল বিধাননগর এমপি-এলএ আদালত। উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবেই সবাইকে বেকসুর খালাস দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.