অর্পিতার ৩১টি LIC-র হদিশ, ১.৫ কোটি টাকা প্রিমিয়াম দিতেন পার্থ, চার্জশিটে উল্লেখ EDর

ODD বাংলা ডেস্ক: অপা কাণ্ডে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে এল ইডির। অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১টি জীবন বিমার হদিশ পেয়েছেন তদন্তকারীরা। তার প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকার। কোনওটার ৫০ হাজার টাকা তো কোনওটার ৪৫ হাজার টাকা বছরে প্রিমিয়াম দিতে হত। এর আগেও অর্পিতার জীবনবিমার হদিশ পেয়েছিল ইডি। তাতে ৫০ হাজার টাকা বার্ষিক প্রিমিয়াম দিতে হত। কালোটাকা সাদা করতেই এই জীবনবিমা গুলি তৈরি করা হয়েছিল বলে প্রাথমিত ভাবে মনে করছে ইডি।অর্পিতা মুখোপাধ্যায়েকর ৩১টি জীবনবিমার মোট প্রিমিয়াম ১.৫ কোটি টাকা। আর এই বিপুল পরিমান প্রিমিয়ামের টাকা দিতেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করে তর প্রমাণ মিলেছে। পার্থ চট্টোপাধ্যায়ের ফোনে জীবন বিমার প্রিমিয়াম দেওয়ার এসএমএস রয়েছে। কোনওটার ৫০ হাজার টাকা আবার কোনটার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা। ২০১৫ সালে এই জীবনবিমাগুলি করেছিলেন তাঁরা। অর্থাৎ ৭ বছর ধরে এই প্রিমিয়াম দিচ্ছিলেন তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.