ওয়েব সিরিজে সৈনিকদের ‘অপমান’, একতা কাপুরের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা
ODD বাংলা ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই একতা কাপুরের ওয়েব সিরিজ ‘XXX’ সিজন-২ ঘিরে বিতর্ক চলছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে তাঁর এই সিরিজের নানান দৃশ্য। প্রশ্ন উঠছে, ‘আর্টিস্টিক লিবার্টি’র নামে কি সীমা অতিক্রম করেছেন ‘সাস-বহু’ সিরিজের স্রষ্টা? ২০২০ সালে সিরিজের প্রথম সিজন নিয়ে অভিযোগ ওঠে। এক সৈনিকের পরিবারকে নিয়ে এ কেমন দৃশ্য! প্রশ্ন উঠেছিল নেটপাড়ায়। উঠছে ওয়েব সিরিজে সৈনিকদের অপমানের অভিযোগ। নামজাদা প্রডিউসার একতা কাপুরের বিরুদ্ধে জারি গ্রেপ্তারি পরোয়ানা। শুধু তাই নয়, তাঁর মায়ের বিরুদ্ধেও পরোয়ানা জারি করেছে আদালত। জানা গিয়েছে, ‘XXX’ সিজন-২ নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার। ওই প্রাক্তন সেনাকর্মীর অভিযোগ, ‘XXX’ সিজন-২-তে এক সৈনিকের স্ত্রী সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে, যা তাঁদের ভাবাবেগে আঘাত হানে। এতে সেনার পোশাকেরও অপমান করা হয়েছে।
Post a Comment