মুক্তির আগেই সব রেকর্ড 'ব্রহ্মাস্ত্র'-র, মিলল 'সবচেয়ে দামী ছবি'-র তকমা
ODD বাংলা ডেস্ক: ৯ সেপ্টেম্বর অবশেষে মুক্তি পেতে চলেছে 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' খ্যাত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ১০ বছর ধরে তিলে তিলে এই ছবির ভিত তৈরি করেছেন তিনি। শোনা যাচ্ছে, ৪১০ কোটি টাকা খরচ করে এই ছবিটি তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই বলিউডের সবচেয়ে মূল্যবান ছবি হয়ে উঠেছে আলিয়া ভাট এবং রণবীর কপুর অভিনীত 'ব্রহ্মাস্ত্র'। হালে RRR, Saaho -র মতো প্যান ইন্ডিয়ান ছবিও বিগ বাজেটে তৈরি হয়েছিল। ২০১৮ সালে যশরাজ ফিল্মসের Thugs Of Hindostan তৈরির জন্য নাকি ৩১০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে 'ব্রহ্মাস্ত্র' সব রেকর্ড ভেঙে দিয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি, ৪১০ কোটি টাকায় এই ছবিটি শুধুমাত্র নির্মাণ করা হয়েছে। তবে ছবির বিজ্ঞাপনের জন্য আলাদা বাজেট রাখা হয়েছিল। বলাবাহুল্য, এই ছবির মোট খরচ আরও অনেক বেশি।
Post a Comment