প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি বেঙ্গালুরুতে, স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রশাসনের
ODD বাংলা ডেস্ক: গত সোমবার থেকে বেঙ্গালুরুতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। এখনও ভারী বৃষ্টিপাত অব্যাহত। বৃষ্টির হাত থেকে বেঙ্গালুরুবাসীকে স্বস্তির খবর শোনাতে পারেনি আবহাওয়া অফিসও। শহরের একাধিক জায়গায় কোথাও কোমড় সমান, এবার কোথাও বুক সমান জল।টানা ভারী বৃষ্টির রেশ পড়ল এবার বেঙ্গালুরুর স্কুলগুলিতে। প্লাবিত এলাকায় স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। শহরের একাধিক এলাকা এখনও জলমগ্ন থাকায় এই সিদ্ধান্ত বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে তথ্য প্রযুক্তি কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে।
Post a Comment