উজ্জয়িনী মন্দিরে রণবীর-আলিয়াকে ঢুকতে বাধা, বিক্ষোভ বজরঙ দলের
ODD বাংলা ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’-এ প্রচারের মাঝে উজ্জয়িনী মন্দিরে যাওয়ার কথা ছিল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। সঙ্গে থাকার কথা ছিল পরিচালক অয়ন মুখোপাধ্যায়েরও। সেই খবর ছড়িয়ে পড়তেই বজরং দলের সদস্যরা মন্দির চত্বরে প্রতিবাদ দেখাতে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, সেখানে দেখা গিয়েছে, বজরং দলের এক নেতা বলছেন, তাঁরা রণবীর এবং আলিয়াকে মন্দিরে ঢুকে দিতে চান না। এর কারণ গোমাংস নিয়ে রণবীরের একটি মন্তব্য। তাঁদের দাবি অনুযায়ী, তাঁরা এই কারণে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন।কালো কাপড় হাতে তাঁরা প্রতিবাদ করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু তাঁদের এই শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ এসে লাঠিচার্জ করে বলে অভিযোগ করা হয়েছে তাঁদের তরফে।ঘটনার সূত্রপাত ২০১১ সালে ‘রকস্টার’ ছবির প্রচারের সময় একটি মন্তব্য করেন রণবীর। তা নিয়েই এই জটিলতা। সেই সময়ে রণবীর বলেছিলেন, তাঁদের পরিবার পেশোয়ার থেকে এসেছে। এবং তাঁরা গোমাংসের বিভিন্ন পদ খান। এর পরে তিনি বলেছিলেন, গোমাংস খেতে তাঁরা ভালো লাগে। আর সেই মন্তব্যকে কেন্দ্র করেই এই সমস্যা।
Post a Comment