প্রতি চার মিনিটে বিশ্বে হাজার শিশুর জন্ম, ভারতে কত?
ODD বাংলা ডেস্ক: বিশ্বের অনেক দেশেই জনসংখ্যা বৃদ্ধি রীতিমতো ভয়াবহ আকার নিচ্ছে। আবার কোথাও জনসংখ্যা বৃদ্ধি নয় বরং হ্রাস পাওয়াটাই সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। তবে গড়ে প্রতি চার মিনিটে এক হাজার শিশু জন্ম নেয়।
সিআইয়ের ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের তথ্য মতে, প্রতি চার মিনিটে জন্ম নেয়া হাজার শিশুর মধ্যে ভারতে জন্ম নেয় সবচেয়ে বেশি শিশু (১৭২টি শিশু)। ভারতের জনসংখ্যা প্রায় ১৪০ কোটি।জনসংখ্যার নিরিখে সর্বোচ্চ স্থানে উঠে আসার পথে রয়েছে। তবে ভারতের জন্মহার ১৬ দশমিক ৮।
দ্বিতীয় স্থানে রয়েছে চীন। দেশটির জন্মহারও তুলনামূলকভাবে বৈশ্বিক হারের চেয়ে কম। তালিকার তৃতীয় স্থানে রয়েছে নাইজেরিয়া; দেশটির জন্মহার বৈশ্বিক হারের চেয়ে প্রায় দ্বিগুণ। আফ্রিকার দেশটির জন্মহার ৩৪ দশমিক ২।
বিশ্বে প্রতিদিন কয়েক লাখ শিশুর জন্ম হলেও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ১৯৬০–এর দশক থেকে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। আগামী ২১০০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির হার ০ দশমিক ১ শতাংশে পৌঁছাবে। তাই বলা যায়, সে সময় জনসংখ্যা বৃদ্ধির হার শূন্যে পৌঁছাবে।
Post a Comment