টিভি বন্ধ করায় শাশুড়িকে কামড়ে দিলেন গৃহবধূ
ODD বাংলা ডেস্ক: টেলিভিশনের রিমোট নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যকার দ্বন্দ্ব উঠেছিল তুঙ্গে। একপর্যায়ে টিভি বন্ধ করায় নিয়ন্ত্রণ হারিয়ে শাশুড়ির হাত কামড়ে দেন পুত্রবধূ। সম্প্রতি অদ্ভুত এক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের থানের অম্বরনাথ এলাকায়।
বিজয়া কুলকার্নি নামের ঐ ৩২ বছর বয়সী পুত্রবধূ অম্বরনাথের গঙ্গাগিরি অ্যাপার্টমেন্টে তার স্বামী-শাশুড়ির সঙ্গে থাকেন। বিজয়ার শাশুড়ি ভ্রুশালি কুলকার্নি (৬০ বছর) সম্প্রতি তার পুত্রবধূর বিরুদ্ধে মামলা করেছেন।
শিবাজিনগর থানার পুলিশ জানিয়েছে, তারা প্রায়ই নানা তুচ্ছ বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মারামারি, ঝগড়াঝাঁটি করেন বলে জানা গেছে। একে অপরের মতের বিরুদ্ধে গিয়ে কাজ করা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হয়।
ভ্রুশালি তার অভিযোগে জানিয়েছেন, গণেশ উৎসবের শুরুর দিন থেকেই টিভি দেখার জন্য পুত্রবধূর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়। তার পুত্রবধূ বিজয়া যখন পূজা শুরু করেন তখন টিভি চালুই ছিল।
খবরে বলা হয়, গত সোমবার সন্ধ্যায় বিজয়া তার পূজা শেষ করার পরে টিভির সামনে এসে বসেন। তারপর শাশুড়ি ভ্রুশালি পূজায় বসেন। টিভির শব্দে বার বার তিনি বিরক্ত হচ্ছিলেন। তাই তিনি গিয়ে বিজয়ার হাত থেকে রিমোট নিয়ে টিভি বন্ধ করে দেন।
শাশুড়ি টিভি বন্ধ করে দিতেই তার পুত্রবধূ আবার টিভি চালু করেন। এভাবে তৃতীয়বার ভ্রুশালি যখন রিমোট নিতে আসেন তখন বিজয়া তার হাত ধরে আঙুলে কামড়ে দেন। বিজয়ার স্বামী হস্তক্ষেপ করার চেষ্টা করলে তার সঙ্গেও কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।
শাশুড়ি ও স্বামীকে তিনি অকথ্য ভাষায় গালাগালিও দেন বলে অভিযোগ উঠেছে। এরপর ভ্রুশালি থানায় পৌঁছে পুত্রবধূর বিরুদ্ধে কামড়ে দেওয়া ও নির্যাতনের মামলা করেন। বিজয়ার বিরুদ্ধে আইপিসি ধারা ৩২৪-এর অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
Post a Comment