মুরগির ধারে কাছে ঘেঁষতে পারে না মশারা! কেন জানেন?
ODD বাংলা ডেস্ক: ছোট্ট একটি পতঙ্গ মশা। যার ভয়ে আমরা দিন-রাত ঘরে কয়েল বা মশাবিরোধী স্প্রেসহ আনুষঙ্গিক জিনিস ব্যবহার করে থাকি। তবুও নাছোড়বান্দা মশা ঘর থেকে তাড়ানো কষ্টকর।
ছোট এই পতঙ্গের এক কামড়ে হতে পারে ভয়াবহ সব রোগ। আর এ কারণে মশা দেখে সবার ভয়! এর উপদ্রব মোটামুটি ১২ মাসই লেগে থাকে। ছোট্ট এই পতঙ্গটির জন্য কত কী না সহ্য করতে হয়। মশা ঠেকাতে ধূপ, ধোঁয়া, থেকে শুরু করে অনেক কিছুই লাগছে, তবু রেহাই মেলে না।
অথচ এই মশার উপদ্রব এক্কেবারে কমিয়ে দিতে পারে মুরগি। আপনি জানেন কি? মশা, বিশেষত রোগবাহী মশাকে কাবু করে মুরগি। জ্যান্ত মুরগির গন্ধে মশা টিঁকতে পারে না।
সুইডিশ ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্সেসের পরিবেশবিদ অধ্যাপক রিকার্ড ইগনেল এক গবেষণায় জানান, ‘মুরগির গন্ধ মশাবাহিত রোগের ক্ষেত্রে প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করে।’
মুরগির গা থেকে যে গন্ধ বের হয়, তা বিশেষ করে ম্যালেরিয়াবাহী স্ত্রী অ্যানোফিলিস মশাকে ধারে কাছে ঘেঁষতে দেয় না।
আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়াল্ট ডিজনি থিম পার্কে মশার বংশবৃদ্ধি ঠেকাতে মুরগি পালন করা হয়।
Post a Comment