৫০ ফুট উঁচু ঢেউ, ২৫৭ কিমি বেগে বইছে হাওয়া! বছরের সবচেয়ে ধ্বংসাত্মক সুপার টাইফুন জাপানে


ODD বাংলা ডেস্ক:  প্রবল ঘূর্ণিঝড়ে উত্তাল পূর্ব চিন সাগর। একে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় বলে উল্লেখ করা হচ্ছে। ঘণ্টায় ১৬০ মাইল (২৫৭ কিলোমিটার) বেগে বইছে হাওয়া। চিনের পূর্ব উপকূল এবং জাপানের দক্ষিণের দ্বীপগুলিতে এই ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।চিন সাগরের এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে, সুপার টাইফুন হিন্নামনর। সংবাদমাধ্যম সূত্রের খবর, হিন্নামনরে কোথাও কোথাও দমকা হাওয়ার বেগ পৌঁছে যাচ্ছে ঘণ্টায় ১৯৫ মাইলেও। সমুদ্র উত্তাল। আমেরিকার যুগ্ম টাইফুন সতর্কতা কেন্দ্র থেকে জানানো হয়েছে, পূর্ব চিন সাগরে টাইফুনের ফলে ঢেউয়ের উচ্চতা এখনও পর্যন্ত সর্বাধিক ৫০ ফুট (১৫ মিটার)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.