ফের সুদের হার বাড়াল SBI, বাড়বে ইএমআই

ODD বাংলা ডেস্ক: একে মূল্যবৃদ্ধির ধাক্কায় নাজেহাল আমজনতা। এর মধ্যেই এবার সুদের হার বাড়াল SBI। যার ফলে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহকদের অস্বস্তি আরও বাড়ল। কেবল নতুন গ্রাহকরাই নন, এর ফলে বাড়তি বোঝা চাপল পুরনো গ্রাহকদের উপরেও। বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট তথা BPLR ৭০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। যার ফলে নতুন সংশোধিত হার ১২.৭৫ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ১৩.৪৫ শতাংশ। এই হার আজ, বৃহস্পতিবার থেকেই প্রযোজ্য হবে। এর আগে জুনেও এই হার সংশোধন করা হয়েছিল। এবার ফের বাড়ল হার। এরই পাশাপাশি বেস রেটও বাড়িয়ে ৮.৭ শতাংশ করা হয়েছে। এটিও বৃহস্পতিবার থেকেই কার্যকর হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.