'টাকা তৃণমূলেরই, দেখুন এবার কী হয়', গার্ডেনরিচ নিয়ে বিস্ফোরক শুভেন্দু! আরও বড় ইঙ্গিত
ODD বাংলা ডেস্ক: আমির খানের বাড়ি থেকে উত্তর হওয়া বিপুল পরিমাণ টাকা তৃণমূলের। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'যেখানেই টাকা লুকিয়ে রাখুক, কেন্দ্রীয় এজেন্সি খুব শক্তিশালী। খুঁজে বের করবেই'। শুভেন্দু অধিকারী বললেন, 'যে এলাকা থেকে টাকার পাহাড়ের সন্ধান মিলেছে সেই এলাকার সম্বন্ধেই তো ওনাকে বলতে শোনা গিয়েছিল মিনি পাকিস্তান। এই টাকা তৃণমূলেরই'। শুভেন্দুর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'দেখুন না কি হয়'। যদিও ফিরহাদ হাকিমের পাল্টা, 'উদ্ধার হওয়া টাকার সঙ্গে আমার কোনও যোগ নেই'।
Post a Comment