কারাগারে যেতে চায় যে দেশের বৃদ্ধরা

ODD বাংলা ডেস্ক: একে বলা যায় সভ্যতার সঙ্কট। জীবনযাত্রা উন্নত হয়েছে। কিন্তু মানুষ হয়ে পড়েছে একা। তারুণ্যের দিন যায় ভালো কিন্তু বৃদ্ধকাল! একা হয়ে পড়া বৃদ্ধরা কারাগারে যাবার অভিনব কৌশল খুঁজছেন। অথচ নিয়ম ভঙ্গ করার প্রবণতা দেশটিতে নেই। যাদের বয়স ৬৫ বছরের বেশি, তারা অনিচ্ছাকৃত অপরাধ করছেন। কারণ তারা কারাগারে যেতে চান। কারাগারে যাবার জন্য তারা ইচ্ছে করে আইন ভঙ্গ করেছেন। দেশটির নাম জাপান। এ দেশের বৃদ্ধরা কারাগারে যেতে চান বিনা খরচে একটি থাকা-খাওয়ার জায়গা খুঁজে পাবার জন্য। 

হিরোশিমার একটি বাড়িতে বসবাস করেন ৬৯ বছর বয়সী তোশিও তাকাতা। কারাগারে যাবার জন্য তিনি একটি বুদ্ধি বের করেছিলেন। একদিন রাস্তার পাশ থেকে একটি বাইসাইকেল নিয়ে সেটি চালিয়ে সোজা পুলিশের কাছে গিয়ে হাজির হন। আর পুলিশের কাছে গিয়ে বলেন, তিনি এটা চুরি করেছেন। যেহেতু জাপানের আদালতে ছোট-খাটো চুরির বিষয়গুলোকে বেশ গুরুত্ব সহকারে গ্রহণ করা হয়, সে সুযোগটা নিতে চেয়েছিলেন তোশিও। প্রথম অপরাধ থেকে মুক্তি পেয়ে দ্বিতীয়বারও তিনি অপরাধে জড়িয়ে পড়েন। এর কারণ তিনি আবার কারাগারে যেতে চাচ্ছিলেন। তোশিও একটি পার্কে গিয়ে কয়েকজন নারীকে ছুরি দিয়ে ভয় দেখান। যদিও ক্ষতি করার কোন উদ্দেশ্য তার ছিলো না।

জাপানের মানুষ ভীষণভাবে আইন মেনে চলে। যারা অপরাধ করছেন তাদের বয়স ৬৫ বছরের ঊর্ধ্বে। ১৯৯৭ সালে প্রতি ২০ জনের মধ্যে একজন অপরাধী ছিলেন ৬৫ বছরের ঊর্ধ্বে। কিন্তু এখন প্রতি পাঁচ জনের মধ্যে একজন অপরাধী হলেন ৬৫ বছরের ঊর্ধ্বে। তোশিওর মতো ৬৫ বছরের বেশি বয়সী অনেকে বারবার অপরাধ করছেন কারাগারে থেকে পেনশনের টাকা বাঁচানোর জন্য।

জাপানের যেসব অঞ্চলে অর্থনৈতিক সুযোগ-সুবিধা কম, সেসব জায়গায় তরুণরা তাদের পরিবার ছেড়ে কর্মসংস্থানের জন্য অন্যত্র চলে যাচ্ছেন। ফলে পেনশনের উপর নির্ভর বৃদ্ধরা বেশ বেকায়দায় পড়েছেন। যারা মনে করছেন যে, পেনশনের অর্থের ওপর নির্ভরশীল হয়ে চলতে পারবেন না, তারা কারাগারে থাকা ভালো মনে করছেন।

বৃদ্ধরা অনেক বেশি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা একাকীত্ব সহ্য করতে পারছেন না। মনোবিদরা বলছেন, অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি একটি অজুহাত মাত্র। তাদের প্রধান সমস্যা হচ্ছে একাকীত্ব। যারা প্রচণ্ড একাকীত্বে ভুগছেন, তারা বারবার অপরাধ করার মাধ্যমে কারাগারে যেতে চাইছেন। কারণ সেখানে তারা সঙ্গী খুঁজে পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.