সিবিআইয়ের নজরে কেষ্ট ‘ঘনিষ্ঠ’দের ব্যাঙ্ক নথি, বোলপুরের দুই আধিকারিককে জিজ্ঞাসাবাদ
ODD বাংলা ডেস্ক: গরুপাচার মামলায় এ বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-এর নজরে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিতরা। তাঁদের ব্যাঙ্কে লেনদেনের নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এ জন্য বৃহস্পতিবার ডেকে পাঠানো হয়েছে একটি বেসরকারি ব্যাঙ্কের বোলপুর শাখার দুই আধিকারিককে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকরা।বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ শান্তিনিকেতনের রতন কুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয় বোলপুরের ওই বেসরকারি ব্যাঙ্কটির দুই আধিকারিককে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাঙ্কটিতে অ্যাকাউন্ট রয়েছে অনুব্রতর ‘ঘনিষ্ঠ’ হিসাবে এলাকায় পরিচিতদের। সেই অ্যাকাউন্টগুলি থেকে বছরে কত টাকা লেনদেন হয়েছে, তা বিস্তারিত ভাবে খোঁজ নিচ্ছেন সিবিআই আধিকারিকরা। তাই ডেকে পাঠানো হয়েছে ব্যাঙ্ককর্মীদের।
Post a Comment