এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধাঁধা ! দেখুন তো উদ্ধার করতে পারেন কিনা
ODD বাংলা ডেস্ক: ধাঁধা, নামটার মধ্যেই কেমন যেন রহস্য লুকিয়ে থাকে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বেশিরভাগ দেশেই প্রচলিত রয়েছে নানা ধরনের ধাঁধা। এসব ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন। শিশুরাও এসব ধাঁধা পছন্দ করে। এ ছাড়া এ ধরনের ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে এবং বুদ্ধি বাড়ায়। এবার এই প্রশ্নের উত্তর দিন- পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধাঁধা কোনটি?
ইতিহাসবিদদের ধারণা, চার হাজার বছর আগেও ধাঁধার প্রচলণ ছিল। বাইবেল থেকে শুরু করে শেক্সপিয়ারের যুগ কিংবা হালের হ্যারি পটার- সবখানেই উপস্থিত ছিল মজার মজার ধাঁধা। তবে কিছু ধাঁধার সাথে জড়িয়ে রয়েছে ইতিহাসও।
তৎকালীন সময়ে চিন্তাভাবনার দৌঁড় বাড়ানোর পন্থা হিসেবে মানুষ ধাঁধা সমাধান করতো। বাগদাদ তখন ছিলো শিল্পসাহিত্যে বেশ এগিয়ে। ইতিহাসবেত্তাদের মতে, বাগদাদেই সর্বপ্রথম ধাঁধার প্রচলন হয়। প্রথম ধাঁধাটি ছিলো- ‘এমন একটি ঘর রয়েছে যেখানে মানুষ অন্ধ হয়ে ঢোকে, কিন্তু বের হয়ে সবকিছু দেখতে পায়।’
এর উত্তর ছিল- 'বিদ্যালয়'। সেই সময় স্কুলের গুরুত্ব বোঝাতেই এই ধাঁধার আবিষ্কার, যেটি কি না পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধাঁধা হিসেবেও পরিচিত।
Post a Comment