২ দিনে ৫০ হাজার টিকিটের আগাম বুকিং শেষ, বয়কট কালচারকে কি জবাব দেবে 'ব্রহ্মাস্ত্র'?


ODD বাংলা ডেস্ক: আর ৪দিন পরই মুক্তি পেতে চলেছে রণবীর কপুর এবং আলিয়া ভাট অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র'। ৯ সেপ্টেম্বরের অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা। তবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে দেশের তিনটি মাল্টিপ্লেক্স চেইনে (PVR, Inox, Cinepolis) ঝড়ের গতিতে টিকিট বুকিং হচ্ছে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই 3D -র ক্ষেত্রে ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। যার মধ্যে ৩০ হাজারেরও বেশি টিকিট ফার্স্ট ডে ফার্স্ট শোর। IMAX 3D স্ক্রিনের ক্ষেত্রে সাড়ে সাত হাজার টিকিট বিক্রি হয়েছে। Mumbai সহ দেশের প্রায় প্রতিটি শহরেই ''ব্রহ্মাস্ত্র'' ম্যানিয়া শুরু হয়ে গিয়েছে। Kolkata -র PVR, Cinepolis, Inox -এও টিকিট বিক্রি শুরু হয়েছে। শুধুমাত্র Inox: South City Mall -এ IMAX 3D -তে দেখা যাবে ব্রহ্মাস্ত্র।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.