২ দিনেই ১৬০ কোটির ব্যবসা রণবীর-আলিয়ার 'ব্রহ্মাস্ত্র'
ODD বাংলা ডেস্ক: বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ কি তবে বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’? শুক্রবারের পর শনিবারও একইভাবে বক্স অফিসে ঝড় অব্যাহত রাখল বিগ বাজেটের এই ছবি। দু’দিনেই গোটা বিশ্বে ১৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ‘ব্রহ্মাস্ত্র’।খবর অনুযায়ী, শুক্রবার ৭৫ কোটির পর শনিবার ৮৫ কোটির ব্যবসা করেছে ছবিটি। এর মধ্যে দেশে এই দু’দিনে যথাক্রমে ৩৭ ও ৪২ কোটি টাকার ব্যবসা। বাকিটা এসেছে বিশ্বের অন্যান্য দেশের বক্স অফিস থেকে।
Post a Comment