শর্তসাপেক্ষে রাজ্যের পুজো অনুদানে সায়, হাইকোর্টে বড় জয় রাজ্যের

ODD বাংলা ডেস্ক:  রাজ্যের শীর্ষ আদালতে বড় জয় রাজ্যের। রাজ্যের পুজো অনুদানে সায় দিল কলকাতা হাইকোর্টের। রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর আদালতের। শর্তসাপেক্ষে প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য। মঙ্গলবার এমনই নির্দেশ দিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ছয়টি শর্তে অনুদানের অনুমতি আদালতের।গত ২২ অগাস্ট পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দুর্গাপুজো উপলক্ষে ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার করে অনুদানের ঘোষণা করেন তিনি। যাতে রাজকোষ থেকে খরচ হবে প্রায় ২৫৮ কোটি। রাজ্যের এই অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। একাংশ প্রশ্ন তোলে, যখন রাজ্যেক সরকারি কর্মীদের ডিএ বকেয়া রয়েছে, তখন কীভাবে কোষাগার থেকে ২৫৮ কোটি টাকা অনুদান দিতে পারে রাজ্য? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে ৷ সেই মামলাতেই মঙ্গলবার বড় নির্দেশ দিলেন প্রধান বিচারপতি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.