কেরিয়ারে উন্নতি, অর্থলাভ! অক্টোবর কেমন কাটবে মীনের জাতকদের?
ODD বাংলা ডেস্ক: রাশিচক্রের শেষ রাশি হল মীন। জ্য়োতিষবিদদের গণনা অনুসারে অক্টোবর মাস মোটেও খুব একটা ভালো কাটবে না মীন রাশির জাতকদের। আপনি মীন রাশির জাতক হলে পুজোর মাসে নানারকম সমস্যা, সংকট ও ভয় আপনাকে গ্রাস করতে পারে। অক্টোবরে মীন রাশির জন্মছকে সম্পদ ও পরিবারের ঘরে রাহু অবস্থান করছে। সেই কারণে আর্থিক ও পারিবারিক ক্ষেত্রে অক্টোবরে নানা সমস্যার মধ্যে পড়বেন মীন রাশির জাতকরা।
মীন রাশির গ্রহাধিপতি হল বৃহস্পতি। এই সময় খরচ বাড়বে, নানা কারণে সংশয়ে ভুগবেন আপনি, মানসিক চাপের মধ্যে থাকবেন। তবে বৃহস্পতি জন্মছকের প্রথম ঘরে থাকায় কেরিয়ার ভালো ফল পাবেন। শনির প্রভাবে অক্টোবরে প্রেম জীবনেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল- স্মার্টওয়াচ, হেডফোন, ল্যাপটপ এবং অ্যাকসেসরিজ কিনুন সবচেয়ে সস্তায়
কেরিয়ার
কেরিয়ারের দিক থেকে অক্টোবর মাস ভালোই সময় আনতে চলেছে মীন রাশির জাতকদের। পুজোর মাসেই কেরিয়ারে উন্নতি হওয়ার যোগ আছে আপনার। অক্টোবরে মীন রাশির অধিপতি বৃহস্পতি প্রথম ঘরে অবস্থান করবে। বৃহস্পতির প্রভাবেই কর্মক্ষেত্রে সব সমস্যা কেটে যেতে চলেছে। বিশেষ করে যাঁরা এখনও পড়াশোনা করছেন, সবথেকে বেশি লাভবান হবেন তাঁরাই। কেরিয়ারে উন্নতির নতুন পথ খুলে যাবে আপনার সামনে। নতুন ব্যবসা এই সময় শুরু করতে পারেন।
অর্থ
আর্থিক দিক থেকে অগাস্ট মাস মিশ্র ফল নিয়ে আসতে চলেছে মীন রাশির জাতকদের জন্য। মাসের শুরুতেই মীন রাশির জন্মছকের দ্বিতীয় ঘরে অবস্থান করবে রাহু। এটি সম্পদের ঘরে হওয়ায় রাহুর অশুভ প্রভাবে আর্থক সংকট দেখা দিতে পারে। এই সময় আপনার ব্য়য় বাড়বে। পারিবারিক কিছু কিছু দায়িত্ব কাঁধে এসে পড়ায় অক্টোবর মাসে মন রাশির জাতকদের খরত বাড়বে অনেকটাই।
স্বাস্থ্য
স্বাস্থ্য নিয়েও অক্টোবর মাসে কিছুটা উদ্বিগ্ন থাকতে হবে মীন রাশির জাতকদের। মাসের প্রথমার্ধে মীন রাশির জন্মছকের ষষ্ঠ ঘরের অধিপতি সূর্য সপ্তম ঘরে বুধ ও শুক্রের সঙ্গে যুতি তৈরি করবে। এর ফলে নানা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার মধ্যে অগাস্ট মাসে পড়তে হবে মীন রাশির জাতকদের। পুরনো কোনও অসুখ আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। মঙ্গলের প্রভাবে অক্টোবরে হাঁটুর ব্যাথায় ভুগতে পারেন। চোখের সমস্যাও হতে পারে। গ্যাস ও বদহজমের কারণে অক্টোবরে জেরবার হওয়ার আশঙ্কা রয়েছে মীন রাশির জাতকদের।
প্রেম ও পরিবার
প্রেম ও বিয়ের দিক থেকে অক্টোবর মাস মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। এই মাসের ১০ তারিখে মীন রাশির জন্মছকের পঞ্চম ঘরের অধিপতি চাঁদ দ্বিতীয় ঘরে রাহুর সঙ্গে যুতি তৈরি করবে। এর ফলে জীবনসঙ্গী সঙ্গে নানা কারণে মনোমালিন্য দেখা দিতে পারে। অন্যে কে কী বলছে, সেদিকে নজর না দিয়ে নিজের মনের মানুষের প্রতি বিশ্বাস রাখুন। সপ্তম ঘরে বুধ, সূর্য ও শুক্রের যুতির কারণে বিবাহিত জীবনে কোনও বড় সিদ্ধান্ত নিতে হতে পারে। আপনার মধ্যে রাগের প্রতিফলন কিছুটা বেশি থাকবে অক্টোবর মাসে। সেই কারণে পরিবারে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন, তাহলে পরিবারে শান্তি বজায় থাকবে। পরিবারে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার ধৈর্য্য বজায় রাখা জরুরি।
পরামর্শ
দেখা যাচ্ছে, মীন রাশির জাতকদের জন্য অক্টোবর মাস খুব একটা ভালো যাবে না। যে সব ক্ষেত্রে অক্টোবরে সমস্যার মুখে পড়তে পারেন মীন রাশির জাতকরা, সেই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মীন রাশির জাতকদের কয়েকটি টোটকা মেনে চলার পরামর্শ দিচ্ছেন জ্য়োতিষবিদরা। অক্টোবর মাসে মীন রাশির জাতকদের প্রতি বৃহস্পতিবার হলুদ ডাল দান করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া শ্রীবিষ্ণুর আরাধনা করাও তাঁদের জন্য উপকারী হবে। কোনও দরকারি কাজে বেরনোর আগে কপালে হলুদ ও চন্দনের তিলক লাগান। এর সঙ্গে প্রতি সোমবার শিবলিঙ্গ জল ঢাললেও উপকার পাবেন মীন রাশির জাতকরা।
Post a Comment