গোরু পাচার মামলায় অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে তলব CBI-এর
ODD বাংলা ডেস্ক: গোরু পাচার মামলায় এবার CBI-এর নজরে অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী তথা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পিট। আজ, বৃহস্পতিবারই মলয় পিটকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বেলা ১১টা নাগাদ বোলপুরে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিস, রতন কুঠি গেস্ট হাউসে মলয় পিটকে হাজিরা দিতে বলা হয়েছে।CBI সূত্রে খবর, মলয় পিটের নামে ১২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সেগুলি থেকে বিপুল অর্থের নয়ছয় হয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। এছাড়া মলয় পিটের নামে (Malay Pit) শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। স্বাধীন ট্রাস্ট ও সতীর্থ চ্যারিটেবল ট্রাস্ট নামে দুটি স্বেচ্ছাসেবী সংস্থাও চালান মলয় পিট। এত টাকা মলয় পিট কোথা থেকে পেলেন তা তদন্ত করে জানতে চান গোয়েন্দারা।
Post a Comment