কেউ চপ ভেজে রোজগার করলে তাঁকে হেয় করবেন না, বিধানসভায় বললেন চন্দ্রিমা

ODD বাংলা ডেস্ক: বিধানসভায় সোমবার মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ভাষণের পর মঙ্গলবারও যে উত্তপ্ত আলোচনা হবে, সেটা অনেকেই আন্দাজ করেছিলেন৷ বিধানসভায় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির বক্তব্যের জবাব দিতে গিয়ে ফের কর্মসংস্থান, বেকারত্ব থেকে ‘চপ’ প্রসঙ্গ টেনে আনলেন চন্দ্রিমা ভট্টাচার্য৷ অধিবেশনে এ দিন বক্তব্য রাখতে ওঠেন বিজেপির বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি৷ সেখানে রাজ্যের ঋণের কথা মনে করিয়ে দেন তিনি৷ বারবার বলেন রাজকোষে টান পড়ছে বর্তমান সরকারের নীতির কারণে৷ ঋণের বোঝা নিয়েও বলেন৷ সেই সময় পাল্টা আওয়াজ উঠলেও কথা টেনে নিয়ে তিনি চাকরি, বেকারত্ত্বের প্রসঙ্গেও নিয়ে যান, তাতেই পাল্টা জবাব দেন চন্দ্রিমা ভট্টাচার্য৷অশোক লাহিড়ির প্রশ্নের জবাব দেওয়ার সময় তিনি বলেন, ‘‘কেউ চপ ভেজে রোজগার করলে তাঁকে ছোট করবেন না৷ আপনাদের রিসর্টে বৈঠক হয়। কোটি টাকা খরচ। যাঁরা চপ ভাজেন, বিক্রি করেন, তাঁদের হীনমন্যতায় ফেলবেন না৷’’

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.