শিক্ষক দিবসে মাংস-ভাত খাওয়াকে কেন্দ্র করে অশান্তি-বিক্ষোভ, তুমুল উত্তেজনা স্কুলে
ODD বাংলা ডেস্ক: শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে রান্না হওয়া মাংস-ভাত মেলেনি। তার জেরে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। মাংস-ভাতের দাবিতে রাস্তা অবরোধে সামিল হল পড়ুয়ারা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় হুগলি জেলার পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে।১১০০ পড়ুয়াকে খাওয়ানোকে কেন্দ্র করেই চরম অব্যবস্থার সৃষ্টি হয়। এক সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, দুপুরে তাদের খেতে দেওয়ার বদলে প্রধান শিক্ষক দুর্ব্যবহার করে স্কুলের বাইরে বের করে দেন। এরপরই পড়ুয়ারা স্কুলের সামনেই আলিনগর মোড়ে রাস্তা অবরোধ করে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যায় পোলবা থানার পুলিশ। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
Post a Comment