রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার সুদীপ্ত রায়চৌধুরীর সল্টলেকের বাড়িতে CID হানা! IPS দেবাশিস ধরের বাড়িতেও তল্লাশি
ODD বাংলা ডেস্ক: ‘হিসাব-বহির্ভূত’ সম্পত্তি মামলায় একের পর এক সিআইডি হানা শহর কলকাতায়। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার ব্যবসায়ী সুদীপ্ত রায়চৌধুরী এবং আইপিএস আধিকারিক দেবাশিস ধরের বাড়ি ও অফিসে এদিন পর পর তল্লাশি চালায় সিআইডি আধিকারিকরা। সূত্রের খবর, ব্যারাকপুরের একটি নতুন আয়-বহির্ভূত সম্পত্তি মামলার ভীতিতে আজ সল্টলেকের AL 143 বাড়িতে তল্লাশি চালায় সিআইডির আধিকারিকরা। প্রায় ৪০ মিনিটের কাছাকাছি এই তল্লাশি অভিযান চলে। কিন্তু তল্লাশি অভিযানে বিশেষ কিছু পায়নি সিআইডির গোয়েন্দারা এমনটাই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে।
Post a Comment