মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, প্রবল জলস্রোতে তলিয়ে গেল ৫০টি বাড়ি


ODD বাংলা ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগে আবারও বিপর্যস্ত উত্তরাখণ্ড।গত শুক্রবার গভীর রাতে ধরচুলায় মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। ওই এলাকার কালী নদীর জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যায়। গ্রামের পাশ দিয়েই প্রবল বেগে বয়ে যায় নদী। পিথোরাগড় জেলার অন্তত ৫০টি বাড়ি এই নদীর জলস্রোতে তলিয়ে যায়। এই ঘটনায় ওই গ্রামের এক মহিলা প্রাণ হারিয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। 

পিথোরাগড়ের পুলিশের তরফেও সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, নদীর প্রবল স্রোতে একটি তিনতলা বাড়ি ভেঙে তলিয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খটিলা গ্রাম। ওই গ্রামের ৩০টি বাড়ি জলের তলায় বলেই জানা গিয়েছে। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে পিথোরাগড়ের জেলাশাসক আশিস চৌহান জানিয়েছেন, মেঘভাঙা বৃষ্টিতে একজন মহিলার মৃত্যু হয়েছে। নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই বহু গ্রাম জলমগ্ন। প্রশাসনের তরফে ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশে পুলিশ জানিয়েছে, জরুরি দরকার না থাকলে বাইরে না বেরোতে। বিশেষত নদীর ধার এবং সেতু এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.