'পুরুলিয়ায় হবে বিমানবন্দর', 'কচুরিপানা শুকিয়ে তৈরি হবে ব্যাগ-থালা' খড়গপুর থেকে বড় বার্তা মমতার
ODD বাংলা ডেস্ক: টাটা মেটালিক্সের সম্প্রসারিত কারখানার উদ্বোধনে খড়গপুর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেখান থেকেই হেলিপ্যাড নিয়ে বিরাট বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ জানালেন, "কোচবিহার, বালুরঘাট, মালদহতে জমি তৈরি আছে৷ কেন্দ্র অনুমতি দিচ্ছে না৷ শুধু জমি পাওয়া যাচ্ছে না৷ বাংলায় ২৬টা হেলিপ্যাড তৈরি করেছি৷" এবার পুরুলিয়ায় বিমান বন্দর হবে, এমনটাও জানিয়েছেন মমতা৷ পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বলেন, "সারা ভারতে স্কিল ট্রেনিং পরীক্ষায় ২১ জন টপার, তার মধ্যে বাংলা থেকেই রয়েছেন ৯ জন৷" শিল্পের কত দিক খোলা রয়েছে সেই বিষয়ে বলতে গিয়ে মমতা বলেন, " আজ গ্রামে গ্রামে অনেক কিছু হতে পারে৷ কাশফুলগুলোকে এককাট্টা করে, তুলো মিশিয়ে লেপ, বালিশ তৈরি হতে পারে।" কচুরিপানা শুকিয়ে ব্যাগ থালা তৈরি করার 'আইডিয়া' দেন৷
Post a Comment