১৮০০ কোটিরও বেশি খরচ হবে রামমন্দিরে! বৈঠকে সিদ্ধান্ত রাম জন্মভূমি ট্রাস্টের
ODD বাংলা ডেস্ক: অযোধ্যায় শুধু রামের মন্দির গড়তেই ব্যয় হবে ১৮০০ কোটি টাকা। বিগ্রহ এবং অন্যান্য খরচ বাদ দিয়েই এই হিসাব দিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। একই সঙ্গে তারা জানিয়েছে, প্রয়োজন প়ড়লে খরচের পরিমান বাড়তেও পারে।রবিবার সন্ধ্যায় রামমন্দিরের অছি পর্ষদের বৈঠক ছিল মন্দির শহরে। ওই বৈঠকের পরেই ট্রাস্টের তরফে সংবাদ মাধ্যমকে রাম জন্মভূমি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানানো হয়। আগামী দিনে মন্দিরে কোথায় কী খরচ হতে চলেছে তার একটি সম্ভাব্য হিসাবও দেওয়া হয় অছি পর্ষদের তরফে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, ‘‘বহুবার বিবেচনা করার পর আমরা (নির্মাণ সংক্রান্ত) খরচের একটি সম্ভাব্য মাত্রা ঠিক করতে পেরেছি। তবে এই খরচ আগামী দিনে বাড়তে পারে।’’
Post a Comment