মিলল আদালতের অনুমতি, আসানসোল জেলে অনুব্রতর দেহরক্ষী সায়গলকে জেরা করবে ED
ODD বাংলা ডেস্ক: আরও বিপাকে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। গরু পাচার মামলায় তথ্যের খোঁজে এবার তাকে আসানসোল বিশেষ সংশোধনাগারে জেরা করবে ইডি। আসানসোল বিশেষ সিবিআই আদালতে জেরার অনুমতি চেয়ে আবেদন করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই আবেদনই মঞ্জুর করে আদালত।২০২০ সাল থেকেই গরু পাচার মামলায় তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সে বছরই এনামুল হককে গ্রেফতার করে সিবিআই। বর্তমানে তিহার জেলেই ঠাঁই হয়েছে তার। এনামুলের সঙ্গে সায়গলের প্রত্যক্ষ যোগসাজশের প্রমাণ পান তদন্তকারীরা। এরপরই গরু পাচার মামলায় সিবিআইয়ের নজরে আসে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শেষমেশ তাকে গ্রেপ্তার করে সিবিআই। বর্তমানে আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছে সে। সূত্রের খবর, সিবিআই সায়গলের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পায়।
Post a Comment