বিয়ের মণ্ডপে কাঁদছেন বর, হাসছেন নববধূ
ODD বাংলা ডেস্ক: বধূবেশে বরের সামনে এসে দাঁড়িয়েছে কনে আর বর কেঁদে কেটে একাকার করেছে। সবাইকে অবাক করে দিয়ে হাসছে কনে। সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে সবাই বেশ হতবাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে। divyavermamakeupartist নামের একটি প্রোফাইল থেকে ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে যে, একদিকে কনে যখন হাসছেন, অন্যদিকে বর কান্নাকাটি করছেন।
বরকে বার বার চোখ মুছতে দেখা যায় । সেই ভিডিওতে দেখার মতো বিষয় হলো যে, বিদায়ের সময় কনেকে কোথাও একটুও বিষন্ন দেখা যাচ্ছে না। উল্টা কনে বিদায়ের সময় সেই বর হাউ হাউ করে কেঁদে চলেছেন। কিন্তু, এমন সচরাচর দেখা যায় না। বিদায়ের সময় সাধারণত কনে এবং তার বাড়ির লোকেদেরই কাঁদতে দেখা যায়। কিন্তু, সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিও ধারণা পাল্টে দিয়েছে। এক নজরে দেখে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও।
Post a Comment