খোলা হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার, অপেক্ষা কেবল...
ODD বাংলা ডেস্ক: খোলা হতে পারে পুরীর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার। শেষবার দ্বাদশ শতাব্দীর এই রত্নভাণ্ডারের সম্পদের হিসেব মেলানো হয়েছিল ১৯৭৮ সালে। এই পরিস্থিতিতে আগামী ২৭ সেপ্টেম্বর একটি বৈঠক ডাকা হয়েছে। অপেক্ষা কেবল সবুজ সংকেতের। সেই বৈঠকে কোনও সবুজ সংকেত মিললে তা পাঠানো হবে সরকারের অনুমতির জন্য। সব মিলিয়ে রত্নভাণ্ডারের দরজা খোলা হবে কিনা তার উত্তর মিলবে কিছুদিনের মধ্যেই। উল্লেখ্য, এই রত্নভাণ্ডারের দরজা শেষবার খোলা হয়েছিল বছর চারেক আগে। হাই কোর্টের নির্দেশ মেনে সেবার মন্দিরের কিছু সংস্কার করা হয়েছিল।
Post a Comment