বড় খবর,চলতি বছরেই চালু হচ্ছে RBI-এর ডিজিটাল মুদ্রা!


ODD বাংলা ডেস্ক: চলতি বছরেই একটি পাইলট প্রকল্প হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বা আরবিআই ভারতের দেশিয় ডিজিটাল মুদ্রা, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি চালু করতে চলেছে। বুধবার, ইন্ডিয়া আইডিয়াস সামিটে বক্তৃতায় এই কথা জানিয়েছেন আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর। তিনি আরও জানিয়েছেন, দেশে ডিজিটাল পেমেন্ট সেগমেন্ট প্রতি বছর ৪০ থেকে ৫০ শতাংশ হারে বাড়ছে। সিবিডিসি আন্তঃসীমান্ত অর্থপ্রদানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা হতে চলেছে। এই মুহূর্তে বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়া অনুসারে আরবিআই ডিজিটাল পেমেন্টের নীতি নির্ধারণের চেষ্টা করছে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে সংসদে বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, ২০২২-২৩ অর্থবর্ষেই সিবিডিসি চালু করা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.