'আরও অনেকে জেলে যাবে', তৃণমূল নেতা-মন্ত্রীদের গ্রেফতারি প্রসঙ্গে দাবি দিলীপের
ODD বাংলা ডেস্ক: পাকাপাকিভাবে ভিতরে পাঠানোর ব্যবস্থা করছে। অনেকে ভিতরে যাবে। বুধবার, তৃতীয়ার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে তৃণমূল নেতা-মন্ত্রীদের এমনই মন্তব্য করলেন BJP-র সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, বলেন, "CBI কোনও ব্যক্তি নয়। একজন না পারলে আরেকজন করবে। পাকা মাথার কাজ হচ্ছে। কাঁচা কাজ না। তথ্য নষ্ট করার জন্য পেশাদার সংস্থাকে ব্যবহার করা হয়েছে। ফলে সময় লাগবে। তবে তারপর যখন ভিতরে ঢোকানো হবে, আর বেরোনো যাবে না।"
Post a Comment