পদ্ম শিবিরে কোন্দলের কথা শিকার করে নিলেন দিলীপ ঘোষ
ODD বাংলা ডেস্ক: আদি-নব্য দ্বন্দ্ব ভুলে আবার নতুনভাবে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির। রবিবার নিউ টাউনে ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে এমনটাই জানালেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। গেরুয়া শিবিরে অন্তর্দ্বন্দ্বের কথা পরোক্ষে স্বীকার করে নিয়েছেন BJP-র সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, "নতুন-পুরোনো সকলে আছেন পার্টিতে। মাঝে একটু খানি ডামাডোল চলছিল পার্টিতে, নতুন লোক দায়িত্ব নিয়েছেন সবাইকে গুছিয়ে উঠতে সময় লাগছে। আবার পার্টি আস্তে আস্তে লাইনে এসে গিয়েছে। পুরোনো-নতুন সকলে একসঙ্গে ঝাঁপাবে।"
Post a Comment