অনুব্রতর গ্রামের বাড়ির দুর্গাপুজো এবার জৌলুসহীন

ODD বাংলা ডেস্ক: স্রেফ নমো নমো করে এ বছর পুজো সারা হচ্ছে হাটসেরান্দি গ্রামে। বাড়ির দোর্দণ্ডপ্রতাপ কর্তাকে ছাড়াই করতে হচ্ছে দুর্গাপুজোর আয়োজন। নানুর থানার হাটসেরান্দি গ্রামের এই পুজো প্রতি বছর গমগম করে। পুজোর চার দিন বড় বড় নেতাদের আনাগোনা দেখে অভ্যস্ত গ্রামের মানুষ। পুলিশে ছয়লাপ থাকে এলাকা। অথচ এ বার সে সব কোনও কিছুই নেই। এ বছর একেবারেই ম্লান তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তথা কেষ্টর গ্রামের বাড়ির দুর্গাপুজো। তাঁকে ছাড়া এত বড় দুর্গাপুজোর আয়োজন সম্ভব নয়, এই মর্মে অনুব্রতর জামিনের জন্য আবেদন করা হয়েছিল৷ কিন্তু, জামিনের আবেদন খারিজ করে অনুব্রত মণ্ডলকে জেল হেফাজতে পাঠান বিচারক। তাই গোরু পাচার মামলায় ধৃত কেষ্টর এ বছর পুজোটা কাটবে গরাদের পিছনেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.