দুর্গাপুজো ২০২২: এবার কেদারনাথ তৈরি হচ্ছে খাস উত্তরবঙ্গে!


ODD বাংলা ডেস্ক: পুজোয় কেদারনাথ মন্দির তৈরি হচ্ছে হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের পুজোয়।আসন্ন পুজোর এই থিম নিয়ে জোর চর্চা কালচিনিজুড়ে। হ্যামিল্টনগঞ্জের খেলার মাঠে আয়োজন করা হয় এই পুজোর। এবারে ২৮ বছরে এই পুজো পদার্পণ করবে।পুজো নিয়ে কর্মকর্তাদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়ার মতো।

র্তমানে চলছে জোরকদমে চলছে মন্ডপ নির্মাণের কাজ।মন্ডপ শিল্পীরা এসেছেন আলিপুরদুয়ার থেকে। পুজো কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ বাগচী জানান,কেদারনাথ মন্দির থিমে রাখা হয়েছে চা বলয়ের মানুষদের কথা ভেবে। অনেকেই তো যেতে পারেনা কেদারনাথ, তাঁরা এই মন্ডপ দেখলে খুশি হবে। 

করোনা পরিস্থিতি পেরিয়ে এবারে দর্শনার্থীদের ভীড় উপচে পড়বে বলে তিনি আশাবাদী। হ্যামিল্টনগঞ্জ অগ্রগামী সংঘের এই মন্ডপ তৈরি হচ্ছে আট লক্ষ টাকা খরচ করে।মন্ডপের ভেতরে কেদারনাথ মন্দিরের ন্যায় বিভিন্ন মূর্তি রাখা হবে।আলোর ব্যবস্থা করবেন আলিপুরদুয়ারের আলোকশিল্পীরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.